কাঁধের জোড়ায় ব্যথা হলে
শরীরের অন্যান্য জোড়া বা জয়েন্ট থেকে কাঁধের জোড়ায় বেশি নড়াচড়া হয়। কাঁধের ত্রিশটি পেশির মধ্যে চারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এরা বাহুর নড়াচড়ায় সহায়তা করে। এ পেশি কিছু হাড়ের ওপর দিয়ে এবং কিছু হাড় ও লিগামেন্টের নিচ দিয়ে বিস্তৃত। কিছু কারণে এ জোড়ার নড়াচড়ার ক্ষমতা সীমিত হয়ে পড়ে। যেমন- হাড়ের গঠনগত অস্বাভাবিক আকৃতি (বাঁকা বা হুকের মতো), জোড়ার আর্থ্রাইটিস ও অতিরিক্ত হাড় (ওসটিওফাইটস), জয়েন্টের স্থানচ্যুতি, হাড়ের ফ্র্যাকচার ও অস্বাভাবিকভাবে হাড় জোড়া লাগা, বার্সার প্রদাহ, লিগামেন্ট হাড়ে পরিণত হওয়া, টেনডনের...
Posted Under : Health Tips
Viewed#: 127
আরও দেখুন.

